শুকনো ভোরের ফুল
                বিপ্লব দাস


ঝরে যাওয়া শুকনো ভোরের ফুল,
বিন্দুমাত্র নেই যে তার পরিমল।
ঠিক তেমনি ভাবে তুমি–
ঝরে গেল অস্ত যাওয়ার মত।
আত্মীয়তা ছিলই কি শুধু আজকের দিন পর্যন্ত?
দেখিবার জন্য মুগ্ধ হয়ে থাকি,
মোর মনে শত স্বপ্ন বাঁধিয়ে রাখি।
জীবনের মূর্ছাময় আলো,
সন্ধ্যায় মোর আঁখি ভরে এলো।


গভীর ক্লান্ত আজকের দিন
তুমি নেই তাই সব যেন জনশূন্য,
শুধু তোমার কথা ভাবি
তোমার স্বপ্ন দেখি
তুমি ছাড়া আমার জীবন  শূন্যতায় পরিপূর্ণ।


ভালোবাসা যে কত সুরের খেলা
বিন্দুমাত্র নেই আমার জানা,
একাকী আমার দিন কাটে
এখন সবাই অচেনা।
তুমি তো নও কোন শুকনো ভোরের ফুল?
দিলেনা আমার ভালোবাসায় সাড়া
দিলে না আমার মনের মাঝে ধরা
এই ভাবেই বাঁচবো তোমার অপরাধী হয়ে
দিনে দিনে ঝরবো আমি শুকনো ফুল হয়ে।।


            রচনা– বিপ্লব দাস
       কাব্যগ্রন্থ–'স্বপ্ন '(২০১৭)