তাকিও না
    বিপ্লব দাস


হাঁ করে হাঁটুর নিচে তাকিও না–
ও পায়ে লেগে আছে ধুলো, অসম্ভব যন্ত্রণা।
আজীবন উষ্ঠা খেয়েছে পাথুরে প্রলয়পথে,
প্রনয়ের ঝড়বৃষ্টি লালসা শুরু হয় রোজ রাতে।
যখন জ্বর আসে বালিশের পিঠ পুড়ে যায়,
         তবুও তার অসুস্থ কাগজ ফুলটিকেই ভালো লাগে,
উত্থিত পুরুষাঙ্গটি ঢুকে যায় তার গ্রহাণুপুঞ্জে–
মস্তক ই  কেটে ফেলবে ঘষে ঘষে ক্ষুদ্র টিউলিপ নিজের উগ্র রাগে।


না স্বপ্নের ন্যায় ভিমরুল কামড়ানো যন্ত্রনা,
না প্রাণময় শাশ্বত ভাবুক বেদনা।
তুমি আজ সত্যিই বলেছ এ এক পাথরে ভাস্কর্য,
বিষ নিঃশ্বাস ছাড়া নেই তার জীবনে সুরভী অর্ঘ্য।
সেই ছাঁচের ভিতরে দেখবে কোন দৃশ্যের তত্ত্বদয়,
স্যাঁতস্যাঁতে হৃদয়ে সৌভাগ্যের চাঁদ হলো না উদয়।


তুমি কি সত্যিই দেখেছো ও পায়ে লেগে আছে ধুলো,
                  হাজার বছর চলার যন্ত্রনা?
তার কৃষ্ণাঙ্গ পা দেখেই তোমার মনে এত কামনা!
ছি: ধিক্কার তোমারে–
হাঁ করে হাঁটুর নিচে ক্ষতের দৃশ্য তাকিও না।।


রচনা–বিপ্লব দাস
৪/১১/২০১৯
রাত৯টা৫৫