"তারিফ"
         বিপ্লব দাস


আমাকে কেউ তারিফ করলে–
মোমের মত গলে যেতাম আগে।
এখন কেউ তারিফ করলে আর গলি না
অগত্যাই,  শুনে হাসিমুখে বেরিয়ে আসি সে স্থান থেকে।
আমি যে কর্ম করি,
সে কর্মক্ষেত্র যদি ছেড়ে দিই,
সঙ্গে সঙ্গে আমায় ভুলে যাবে সবাই।
দেখা হলে, কেউই কথা বলবেনা।
জানি, মুখে মধু দিয়ে কাজটুকু হাসিল করিয়ে নেওয়া
সেসব মানুষ আমার কাছে জানোয়ার, স্বার্থপর।


তোমাদের মনগড়া তারিফে আর আমি জব্দ নই,
ভেবোনা, এই জামিনে আমি অসহায় আসামী,
যা তোমাদের তারিফ বাক্সে বন্দী।


আজ অভিজ্ঞতার পাতা জুড়ে
মনে হয়...
তোমরা  সুযোগ সন্ধানী, বেইমান।


যোগে যোগে শুধু যোগ হয় সত্যভাবে অভিযোগ,
তারিফ নয় একেকটা তারিখ বাঁধাই  হয় অভিযোগের।।


রচনা–বিপ্লব দাস
তাং –৩/০৮/২০২২