"তোমাকে নিয়ে এক আকাশও অতিক্ষুদ্র"
                    বিপ্লব দাস


তোমাকে নিয়ে এক আকাশ লিখি,
তবুও কেমন জানি মনে হয় কম শব্দের ফুলদানি,
দিন জুড়ে কত ব্যাথা জমে  মনে,
তুমিতো বোঝোনি।।
এক পৃথিবী শব্দগুচ্ছ জলের দামে বিকিয়ে  যায় তোমার কাছে,
পাখিদের মতো ঠিকানা খুঁজি তবুও পৌঁছাতেই পারিনি তোমার আশেপাশে।।
হৃদয় জুড়ে হাহাকার, এই বিজ্ঞপ্তিহীন শহরও জানে,
গল্পের মায়াবী শরীর পুড়ে যায় অবিচল মনে।
কিছুদিন আগেও ছিলে অচেনা সন্ধ্যা নিয়ে একা,
তবু আজ হাতের তালুতে তোমার নামে ফুটে উঠেছে আলোর রেখা  ।


তুমি আমার মন খারাপের ওষুধ, দেবো না যন্ত্রণা,
শহরের গোপনে লুপ্ত ছিল আমার মনের আলপনা।


তোমাকে নিয়ে এক  আকাশ লিখি...
তবুও কেমন জানি মনে হয় কম শব্দের ফুলদানি,


আকাশটা নিলামে তুলেও মনে হয় আকাশটাও যেন ছোট্ট,
আমার মনের বিশালত্ব  বুঝি আকাশের থেকেও অনে...ক বড়ো।।


রচনা–বিপ্লব দাস
তাং–২১/০৬/২০২২