"তুমি চলে যাচ্ছো "
      বিপ্লব দাস


তুমি চলে যাচ্ছো...
শহরের দু প্রান্তে দোকান, ঘরবাড়ি, সবুজক্ষেত্র কেমন জানি মায়াবতী হয়ে উঠছে,
তোমার হাতে রোপিত নয়নতারা গাছটা মন ভার করে আছে।
এ শহর তোমায় বিদায় জানাতে চায় না
তবু তুমি চলে যাচ্ছো...
যাওয়ার এক একটা দৃশ্য ধূসর হয়ে যাচ্ছে ।
প্রভাতে নির্জন সোনালী রোদে তোমার মুখখানি ভেসে উঠছে ।
জানিনা...
জানিনা কি  বন্ধন তোমার সঙ্গে?
হয়তো  আজন্মের অজানা কোন ঘ্রাণ
যা তীব্রভাবে ছুঁয়ে ফেলেছে ঘন অন্ধকার।
মুখ ফুটে  বলতে পারিনি 'দেখা করো একটিবার'
কিঞ্চিত আমার এমন দুঃসাহস ছিল না
তবু বলেছিলাম হয়তো কোনদিন দেখা হবে।


ভালোবাসি এমন তুচ্ছ শিশিরের মত ঝরা শব্দখানি তোমায় বলবো না
হয়তো এর থেকেও   অনন্ততর, অনন্তময় কিছু।


তুমি চলে যাচ্ছো...
এই দৃশ্যই মনের মধ্যে চিরন্তন,
তোমার আসাটা তো মনে মরীচিকা আশা।।


শুধু তুমি ভালো থেকো...


রচনা–বিপ্লব দাস(রাহুল)
তাং–৭/০৭/২০২২