তুমি এত ভালো কেন?
            বিপ্লব দাস


তুমি এত ভালো কেন?
ভালো তো আর পড়েই না চোখে,
তোমার সুরভিত পড়ন্ত বিকেল, যেখানে গেছে বেঁকে
আমিও তোমার আদরছায়া নিয়েছি মেখে।


হৃদয় পাতা খুলে এমন প্রশ্ন করোনা আমায়,
ভেবেছি অজস্র বছর আমি একা তবু বলিনি তোমায়।
ঘুণ ধরা পোশাক পড়ে ঘুম নেই চোখে,
ধূসর শুভ্রা তার শীতল পোশাকে  আমায় ডাকে।


এই জান্নাতে জানি দেখা হবে না তোমার আমার,
ভাবনার আগুনে পুড়ে হবে এই মন , ছাই খামার।
তবু মন কাকলি ঘোরে তোমার সীমান্তে,
তুমি তো আছো এই আছো আমার অন্তে।।


রচনা–বিপ্লব দাস(রাহুল)
১০জুলাই ২০২১