"তুমি গাছ"
    বিপ্লব দাস


আমার শরীরে একদিন একটা–
গাছ জন্ম নেবে,
আমার মৃত্যুর পরে
যখন থাকবো না এই ধরাধামে।


সে এক চিরবিশ্বাসী গাছ–
আমার নির্যাসটুকু  খেয়ে
বেড়ে উঠবে আনন্দে– তীব্র উল্লাসে।


সেই গাছ তুমিই হৃদয়প্রিয়া.........


মিহিদানার মত কিঞ্চিত সুখ তোমার, অবেলা খেয়েছে গোগ্রাসে–
জীবিতবস্থা রচিত করতে পারিনি তোমার নামে একটিও কাব্য
লতিয়ে উঠতে পারিনি তোমার বিষণ্ন মন বেয়ে।
তোমার ব্যাকরন জুড়ে এইতো চাওয়া পাওয়া, হয়নি পূরণ।


রঙ্গিলা স্বপ্নে দিতে চাই তোমায় পূর্ণ জীবন...
চিন্তা করো না হৃদয় প্রিয়া আমার মৃত্যুর পরেই,
রচিত হবে তোমার লাবণ্য ব্যাকরণ।


ভয় নেই তোমার, ভয় নেই....
তোমাকে ঘিরে দেবো অজস্র ছায়া
ফুল-ফলের পরিমল
আমার হৃদয়ে তোমার জীবন, জন্ম অক্ষরে–
আমার মৃত্যুর পরেই একটা
"তুমি গাছ "জন্ম নেবে
ত্যাজি লোকারণ্য ভেদ করে।


রচনা–বিপ্লব দাস
২২ ডিসেম্বর ২০১৮
দুপুর২টা৫