উত্তরের খোঁজে
                 বিপ্লব দাস


শ্যাওলা হয়ে  জমবো না কোনো দেওয়ালে,
নিজ মনে চলবো নিজের খেয়ালে।
অবুঝ মন যে কখন যায় পথ ভুলে,
প্রত্যুত্তরে কথার পর কথা না বলে।
ধরিত্রীলতা জড়িয়ে কাজল পড়িয়েছে আমায়,
ভ্রমরের মতো গুন - গুন গান পাপিষ্ঠের বীণায়।
তবুও সাতরঙা  রং খুঁজি চারিদিক -
বিশৃঙ্খল পরিবেশ আজও চায় শান্তির  ভিখ।
সম্মুখীন সবাই শুধু গাদা গাদা প্রশ্ন -
নিজের বাড়ির আয়ামাসির সম্মান ন্যূনতম,
পদ পাবার আশায় লোক দেখানো ভ্রান্ত কর্ম।
আঁকাবাঁকা গোলক ধাঁধায় বর্ণ বিপর্যয় জীবন -
দিন যাবার সঙ্গে পেরিয়ে যায় আগামী,
আমার প্রশ্নের উত্তরে, উত্তর শুধু আমি।


        রচনা - বিপ্লব দাস                            
        তাং - ১৮/১১/২০১৭