ভাগফল
     বিপ্লব দাস


দাবাগ্নির  মতো জ্বলে পুড়ে ঘুমিয়ে থাকা শরীরে–
নেই কোন তোমার ব্যস্ততা,
জন্ম নিয়েছে যেন শেষ ঘুমের অলসতা।
কোথায় হারিয়েছো উদ্যমের উদ্দেশ্য বন্ধু?
আলোক পথে নেই আলোকের সমারোহ
অন্ধকারে পাকা রঙ, ঘূর্ণিঝড়ে বয়স্ক পাখনা লাগানো দেহ।
পাণ্ডিত্যের শক্তপোক্ত পাঞ্জা কোথায়?
দাহন চুল্লিতে জ্বলীয় মান দিবারাত্রে
দীপ্যমান দিস্তা ভরানো আলো–
অহং রাগে– দূরবীন দিয়ে দেখো,
দুর্বিষহ তবুও আজও আমি ভালো।
দূরপাল্লায় দুশ্চিন্তাগ্রস্তে আজ দৃষ্টিপাত
কবে পাবে, কবেই বা তার নেবে স্বাদ
এইভাবে আলমারি ভরো না দুশমানি হাসিতে
দোয়াত দিয়েই রঙ চং করো নিজের জীবনকে
প্রস্তুত হও ঢাল-তলোয়ার নিয়ে
               ধারালো করো নিজের হাতিয়ারকে।
তোমার প্রাপ্য খাবারের স্বাদ
        পাবে তখন খুব সহজেই।।


তোমার জন্য প্রার্থনার পেরেক ফুটিয়েছি ভগবানের শরীরে।।


আমার মতই দেবদূত পাঠায় যেন তোমার জীবনে–
'বিদ্রোহী' টা রাখ সর্বদা মনে
আশাচ্যুত হয়ও না বিন্দুবিষর্গে
চক্রমান জীবনে এমন কেউ নেই
ভাগফল টা হয়েছে নির্ভেজাল ভাগে।।


    রচনা– বিপ্লব দাস
  ১৩ অক্টোবর ২০১৭