"ভালোবাসার ইতিবৃত্ত"
               বিপ্লব দাস



আজও তোমার ভালবাসা ভোলা যায় না,
ছুড়ি থেকেও বেশি ধারালো।
গভীর রাতে ঘুম ভঙ্গ করেও এমন ভালোবাসা যায়
মিথ্যে ফাঁদে মিছিমিছি আলপনার  ছোঁয়াতে
তাতেই যেন স্বতি।
কথায় কথায় অশ্লীল কথার সোহাগ।
তবুও বুক পকেটে তোমায় লুকিয়ে রাখতাম ।
ফোনে অন্যদের দিয়ে দেওয়া থ্রেট,
থ্রেট গিলতে গিলতে চোখে জল নিয়ে,
বেরিয়ে এসেছি বিভৎস অবসাদের রাস্তা।


তোমাকে নিয়ে যে মায়া আজও  ময়না তদন্ত হয়নি। তুমি ছিলে মন জীবিকা ট্রাম গাড়ি ,
যা তোমার ভ্রমণে মন পেতো শুশ্রূষা ।
জ্বর হলে, প্যারাসিটামল লাগত না।


তোমার জন্য পকেটে প্রথম মানিব্যাগ,
কোনো কাজই ছোট না তোমার শুনে–
শুরু করেছিলাম ওষুধের দোকানে কাজ।
তবু একদিন ভন্ড উপাধি দিলে,
বোকা বোকা কবিতা লিখে বলে।
বলেছিলে– কবিরা নাকি ভন্ড।


কথায় কথায় ছিল মন পোড়ানো কথা...


অজস্র বছর পেরিয়ে যাওয়ার পরেও...
অতি সামান্য প্রত্যাশা ছিল সামনে থেকে দেখা,
বা হাফ ছবি।
এই হয়তো তোমার কাছে বেশি চেয়ে ফেলেছিলাম।


প্রিয় মানুষকে দেখার জন্য অনন্ত অভিলাষ কুড়িয়ে কুড়িয়ে হৃদয়ে জমা করে ,
আর তুমি তো জড়ো করেছিলে আমাকে পোড়ানোর জন্য বারুদ।
আমার প্রাপ্য ছিল ডিপ্রেশন,
আর খুব কাছে মৃত্যু।


মিথ্যে রংমশালে অরণ্য চিরসবুজ হয় না যেমন,
তেমন ভালবাসার ইতিবৃত্ত সম্পূর্ণ একই থাকে,
ঘূর্ণাক্ষরেও নষ্ট হয় না।
তবে তোমার মিথ্যে ইতিটা না স্মৃতি আজও স্মরণীয়।।


রচনা–বিপ্লব দাস
তাং–১৬/০৭/২০২২