"ভালোবাসার জ্বলন্ত নক্ষত্র"
                   বিপ্লব দাস


পৃথিবীর এই প্রান্তে এসে নিষ্ফল সুখের–
কিছু জ্বলন্ত নক্ষত্র সাজিয়ে দিয়েছিলাম
তোমার খোঁপায় ।
শব্দহীন বিশ্বাসের লালিমায়, সুখের অক্ষরগুলো ডুবে যায়।
  ছারখার হওয়ার জন্য মরীচিকা বাক্সটাই যথেষ্ট।
এই অতিকিঞ্চিৎ বিশ্বস্ত আলপনায় সবুজের আকুলি ডাক
ভালোবাসার  গ্রাম্য আটপৌরে শাড়িটা জড়িয়ে দিয়েছিলাম ধ্রুব মহিমায় ।
তবুও  তুমি আমায় ছেড়ে গেলে,
এক চূড়ান্ত উপলব্ধি সম্মুখে ফেলে দিয়ে।


এখন কাব্যের পৃষ্ঠাগুলো একাকিত্বেই পড়ে থাকে।
বুঝেছি মানুষ বড়ই একা আকাশের মত।
তোমার শহরতলী থেকে আমার শব্দ বায়ু আজও ফুরিয়ে যায়নি।
তবু স্মৃতিকাঁকন পড়ে থাকবে মন জুড়ে
তুমি অবলীলায় বলে গেছো– আমার কবিতাকুঞ্জের দুঃখ আস্বাদন করবে না ,
তবুও কোন এক সন্ধ্যা, কোন একদিন, কোন এক রজনীতে আমার কবিতা বৃষ্টিতে ভিজেছিলে।


এখন তোমার অন্য পুরুষ বড্ড প্রিয়।


মানুষ মানুষের ছায়ার কাছে বড্ড আপন –
ভালোবাসার জ্বলন্ত নক্ষত্র জ্বলে না আর কারো খোঁপায়, কেবল আঙিনায় অনন্ত বিশ্বাস শুয়ে থাকে  অপবাদ অবস্থায়।


রচনা–বিপ্লব দাস
তাং–১৩/০৫/২০২২