যে দেহ সইতে পারেনা একটু উত্তাপ
সে দেহ একদিন পুড়ে হবে ছাই
যে অন্ধকার তোমার দু চোখের বিষ
কবরের সেই অন্ধকারেই হবে ঠাঁই।


তোমার সাথে যাবে না দালান বাড়ি
দেবে না কেউ এক মুঠি টাকা
রঙিন বস্ত্র ছিনিয়ে নেবে এই পৃথিবী
সাদা কাপড়ে রবে তুমি ঢাকা।


সেদিন সবাই ভুলে যাবে তোমায়
থাকবেনা কেউ তখন তোমার হাত ধরে
মড়ার দেহ পচা দেহ ঠেলবে সবাই
বিলিয়ে তোমার অস্তিত্ব যাবে চলে দূরে।


কিই বা তবে তোমার ,কেন এত দম্ভ
পচা গলা এক পিন্ড মাংস , কিছুক্ষন
রয়েছে তোমার সাথে ও নয় তোমার
অহংকার বিদ্বেষ বৃথা চলে গেলে প্রাণ।