আর কতটা ভালোবাসলে আমার প্রাণ বন্ধু
      হইত  তোর ভালোবাসা পূর্ণ
আমার মতো কে আর দিয়েছে হৃদয় তোরে
      তাই আমারে করিলি তুই শূন্য
এতো ভালোবাসলাম তোরে ,তবু পেলাম না
       ভালোবাসা আমার রইলো অপূর্ণ।


চোখের দেখা চাইনি আমি চেয়েছি তোরে হৃদয়ে
        তাই হৃদয় দিয়েছি তোরে খুলে
আমার মনের ভাঙা তরী বান্ধা তোর ঘাটেতে
       আপন হাতে  তুই তা দিলি খুলে
তোর বিহনে দিন হারালাম হারালো আঁধার রাত ও  
         আমার  প্রিয়া কেমনে গেলে ভুলে।


তোমার পরনের লাল শাড়ি মাথার খোঁপার ফুল
        এ গুলা তুমি দিওনা কো বিসর্জন
কুল হারা প্রদীপ টাও  নিভে যাবে কোনো একদিন
      ঋণী রইবে না তার স্বজন
মন টা আজ তার ভেঙে গেছে আপন হয়েছে পর
       এ কূলে নেই কোনো আপনজন।


এ জনমে সুখী হইও আপন স্বামীর ঘরে , আমি
       আমি দাঁড়িয়ে থাকবো কুলের ওপারে
এ জনমে হইলো না আমার প্রেম পূজন সার্থক
      হবে নিশ্চয় একদিন দুনিয়ার ওপারে
তোমার আমার মিলন ক্ষণে  ঝরিবে বর্ষা ধারা
      ঘর টা না হয় সাজাইব আকাশ টা জুড়ে।


তোমায় লইয়া স্বপন যত থাকুক আমার কাছে
         জানি একদিন তুমি হবে আমার
দুঃখ বেদনার পাহাড় ভুলে থাকবো মোরা নদীকূলে
        থাকবে শুধু সুখ সারে সার
কান্না হাসির কোনো দাম নাই তবু বৃথা কাঁদি আমি
      এ  ভালোবাসার বোঝা শুধু আমার।