আচ্ছা বিদ্যাধরী
তোমাকে তো আমি ছোট থেকেই চিনি
তবে আজ কেন আমার এতো অচেনা
শান্ত স্নিগ্ধ সেই তুমি আজ এতো উত্তাল
আজ তুমি আগ্রাসী কোন মহিলা যেন
মাথার চুল এলোমেলো আকাশি শাড়ি
খানা যেন আকাশ ছুতে চাইছে নাকি
এ সব আমার ভ্রম , এ  মনের  ভুল।


আজ ঝগড়া করছিলে  স্বামীর সাথে
তাই তোমার জঠরের প্রিয় সন্তান কে
তোমার বুক চিরে বেড়ে ওঠা দ্বীপ কে
আকাশ বুঝি চিরতরে শেষ করতে চায়
কালো ভ্রমরের মতো আকাশ টা আজ
কেমন আঁকড়ে জড়িয়ে ছিল তোমায়।


নাকি উত্তাল ঢেউয়ের তালে তালে তুমি
তোমার আনন্দ টুকু আমায় বলছিলে
আজ তুমি তোমার স্বামী আকাশ কে
আলিঙ্গন করেছিলে সেটাই জানাচ্ছিলে
আমায় , মা যেমন ভাবে সন্তান কে বলে
আকাশ তোমার গর্ভের সন্তান  টাকে
চুম্বনে চুম্বনে একটু একটু বড় করছিলো
নাকি কেড়ে নিতে চাইছিলো সন্তান কে।