পাগল হওয়ার মজা সাধারণে কি বুঝবে
ওরা তো পারে বাঁধতে শুধু উপহাস্য ডোরে
গ্রহণ করতে পারে না তাই ক্রোধ ধরে তারা
দেখে বর্ষার আনন্দে মত্ত নৃত্যরতা ময়ূরীরে
কানেতে আঙুল দিয়ে না শোনার ভনিতা করে
আনন্দিত ভেকের গলার স্বর,তাই ঢিল ছোড়ে।


ওরা কি ভাবে বুঝবে পাগল হওয়ার কি যে মজা
যারা শুধু জন্মে আর মরে পৃথিবীতে সারেসারে
দখিনা পবনে ঘাস ফুলের মাথা দোলানোর আনন্দ
ওরা কি বুঝবে যারা জন্মে আর মোর ঠান্ডা ঘরে
সুখী হতে চায় যারা টাকার পিঠে ঘুরে ঘুরে
পাগল হওয়ার মজা বুঝে না , হেসেই প্রাণ ভরে।


গান ভালোবেসে পাগল ওই ভবা পাগলা শুধু
কালীকে ভালোবেসে পাগল রামপ্রসাদ , বোঝে এরা
পাগল হওয়ার স্বাদ , যারা মাটিকে ভালোবাসে
গাছের শেকড় মাটির সাথে তাদের সখ্যতা করা
সাধারণে বুঝবে না তাই পাগল হয়না  কভু এরা
অন্যের খাঁচা অন্যের পাখি নিয়ে শুধুই বড়াই করা।


পাগল হওয়ার স্বাদ শুধু সেই বোঝে যে হয়েছে পাগলা
সবার থেকে  আলাদা তাই তোমরা টিপে দাও গলা
বাক রুদ্ধ করো তাকে তোমাদের দলে নিতে চাও
জন্মাবে আর মরবে তোমরা এর মাঝে কিছু খেলা
মিথ্যা কিছু অভিনয় , সময় নষ্ট তবে কেন ভয় পাও
ওই পাগল কে যে শুধু থাকে আনন্দে মত্ত সারাবেলা।