কোন বা ঘাটে যাও রে কন্যা
জল ভরনে
পীতাম্বর শাড়ি কেন রে কন্যা
তোমার পরনে
সেই বাঁশি যে পড়া বাঁশি
রয়েছে যে মনে
শূন্য কলস নিয়ে কন্যা
চলেছ কোনখানে ?


কালার বাঁশি পোড়াবাঁশি
ঘরে থাকতে নারি
ভরা কলস খালি কইরা
বাঁশির পথ ধরি
কৃষ্ণ চূড়া গাছের ডালে
রয়েছে প্রানপ্রিয়
লাজ লজ্জার খেয়ে মাথা
ত্যাগ করেছি গৃহ।


জানিলে তোমার শাশুড়ি ননদ
জানিলে কুটিল বুড়ি
ধরবে তোমার কেশের গোছা
ফেলবে আছড়ি
থাকবে তোমার কালা কোথায়
থাকবে পোড়াবাঁশি
কষ্টে তোমার বুক ফাটিবে
হইয়া আয়ানের দাসী।


জানি জানি জানি সকল
তবু কালার তরে
আকাশের কালো মেঘ দেখলে
মন যে কেমন করে
মিলন একদিন হবেই হবে
ইহ বা পরকালে
হইতে তাইতো কালার দাসী
দুঃখ সই ভালে।