মা হতে চেয়ে মেয়েটা
সারাটাজীবন জ্বলে পুড়ে মরল
যৌবনের সেই প্রথমার্ধে
অনেক ভালো বন্ধুদের ভিড়ে
সোহাগ কে পেয়েছিল জীবনে সে
মনে হয়েছিল সোহাগ ই জীবনের সব
আদোরে সোহাগে জীবন পরিপূর্ণ তার
নিজের সব কিছু উজাড় করে দিয়েছিল
বিনিময়ে সোহাগ তাকে দিয়েছিল
একটা মাত্র ছোট্ট ক্যাপসুল
আজ সব শেষ মেয়েটার
ডাক্তার বলেছে কোনোদিন মা হওয়া
হবে না তার
আজ ৭ বছরে সে অনেক কিছুই পেয়েছে
কারো বৌ , কারো বৌদি , কারো বৌমা
কিন্তু এই যন্ত্রনা কিভাবে ভুলবে সে
কোনোদিন ও আর মা হওয়া হবে না।
যৌবনের একটা ছোট্ট ভুল
সারাটাজীবন তাকে যন্ত্রনা দেবে
পরিবারের কেউ কিছু বলে না তাকে
সবাই সান্তনা দেয়
কিন্তু বিয়ের ৭ বছর পরে সে বুঝেছে
সবাই তার কাছে সন্তান আশা করে
তবুও তার কিছু করার নেই
মানুষের কিছুই করার থাকে না
ভুলের মাশুল দিয়ে যেতে হয় মানুষ কে
তার সারাটা জীবন জুড়ে
কিন্তু তার এই লাঞ্ছনার জ্বালা
কিভাবে মিটাবে সে মা হওয়ার
অতৃপ্ত নারী কামনা , যা তার নিজস্ব
তার পেটের সন্তান , তার নাড়ি সম্পদ
যা কোনোদিন ও তার পাওয়া হবে না।