ঢেউয়ের আঘাতে ভাঙে যে নাও
জলে ভাসবে সে কোন অধিকারে
কেনই মাঝি বিফল চেষ্টা করে
নাও টারে জলে ভাসাইবারে।


একটা জলে ভাসে হয়ে দিশাহারা
আর এক কাষ্ঠ জলের তলায়
মাঝ থেকে মাঝি তুই যাবি মারা
তবে জোড়ার কেন চেষ্টা ? হায় !


আগুনের তাপে দগ্ধ হয় শুধু
ভেসে উঠতে চেয়ে অনেক উপরে
কাদা মেখে সার অপরজন
হারিয়ে যায় পলি চাপা পড়ে।


মরে যায় সব  মাঝি মাল্লারা
মোর যায় যে সকল যাত্রী
দুজনেই ভাসে দুঃখের সাগরে
সবার জীবনেই ঘনায় রাত্রি।  


কত শত বৃথা চেষ্টা , অনুনয়
বিনয় , কত অভিনয় সব যে বৃথা
সুখের সংসারে কীট হানা দেয়
পৃথিবীর এ এক আজব প্রথা।