হাজার বসন্ত আসে যায় ,পৃথিবীর বয়স বাড়ে
গাছে নতুন মুকুল আসে পুরানো পাতা যায় ঝরে ,
গাছের পাতার ফাঁকে কোকিল কুজন করে
আর কিছু নর - নারীর জীবনে শুধু দুঃখ বাড়ে।


হোলির রঙে রাঙাতে গিয়ে, কারো মুখে জমে মসী
কেউ খুঁজে পায়, কেউ খুঁজে চলে তার রাঙা শশী ,
যুগ যুগ ধরে জমাট বাধা যত দুঃখ রাশি রাশি
হাসায় -কাঁদায় প্রতি বছর এই বসন্ত রাজি আসি।