ওই কূলেতে যাওয়ার আশে  আমার ভাঙা নৌকা জুড়িলাম
জোয়ারের টানে ভাটির শেষে এই  কুল আমি যে ছাড়িলাম ,
আমি জীবন ভোরে কত ভুল করিলাম , আমি মরিলাম
সারাজীবন নিজের নাওয়ের কথা কেমনে আমি ভুলিলাম।
বাঁশ কাঠ এর ছাউনি সম্বল , থাকুক যতই কাঁথা কম্বল
সব জেনেও মন  মাঝি আমি কেমনে এ ভুল করিলাম
আমি আপন দোষে সব হারাইলাম ,আপন দোষে মরিলাম।