শ্যামল ছায়ায় ঘেরা গাড় অন্ধকার
গ্রীষ্মের দাবদাহ গড়াগড়ি খায়
নদী তীরে চিকচিক করা বালুকায়
চির সবুজের এ বঙ্গে জন্ম আমার।


নদী যেথায় সবুজ দ্বীপের গলায়
হয়গো রুপালি মুক্ত হার
গর্বিত আমি বঙ্গ বাসী হয়ে
গর্বিত আমি এ দেশে জন্ম আমার।


গাছের ডালে চড়ুই শালিক
পুকুরে দুষ্টু মাছরাঙ্গা রা খেলে
গরমের এই দাবদাহে ও যেথায়
ফিঙে টা গাছের ডালে তে দোলে।


গাং চীল ভরে যায় বিদ্যাধারী নদী
বর্ষার আকাশেতে মেঘ আসে যদি
ভিজে মাটিতে ওঠে সোদা গন্ধ
এই দেখে শালিকের মনে কি আনন্দ।


ধানের শিষের কচি ফুলের লোভে
মাথা দোলায় চিংড়ি সারে সারে
দুষ্টু কই তা ওৎ পেতে রয়
সুস্বাদু সব চিংড়ি খাবার তরে।


রুপালি বিদ্যাধারী তে ঘেরা
আমার সাধের জন্ম ভূমি
সবুজে সবুজে রয়েছে যে ভরা
প্রানের চেয়ে প্রিয় আমার বঙ্গভূমি।