ঘামের গন্ধ তোমার ভালো লাগে না
কেন তা বলা শক্ত
আমার ঘাম আমার কাছে প্রিয়
কারণ ও যে আমার ই জল হয়ে যাওয়া রক্ত।


ওপর তলায় তুমি থাকো ঘাম থেকে দুরে ,
একবার ও কি ভেবেছ তুমি
নিচের তলায় যারা বাস করে ,আস্তাকুঁড়ে তে
কেন তাদের শরীর থেকে ঘাম ঝরে পড়ে ?


তোমার মুখে তুলতে হলে সুস্বাদু কোন খাবার
যেতেই হবে আমায় রোদ্দুরে ,
হিম শীতল ঘরে আরামে যাতে ঘুমাও তুমি
তাই সূর্যের আলো খেয়ে আমি যাই পুড়ে।


নীলকন্ঠ হয়ে আমি খাই যে সকল বিষ
তুমি আয়াসে কাটাও তোমার জীবন ,
ওপর থেকে এক পা নিচে নেম একবার
খেয়ে দেখ আমার খাবার ,একটু বিষের শীষ।


অহংকার আর দম্ভ নিয়ে সুখে তুমি আছ
পায়ের নিচে থেকে আমি পাই কটা টাকা ,
রোদে জলে পুড়ে খাক হয়ে যাচ্ছি আমি
আমার জন্য আছে হাহাকার টুকু রাখা।


একটা কথা রেখো মনে ঘুরছে কিন্তু চাকা
আজ তুমি পিষছ  আমায়  জাঁতাকলে ,
কাল আমি রাখতে পারি তোমায় পায়ের তলে
বড় তুমি কি করবে সেদিন ,এমন দিন দিলে দেখা ?