আমার মত ভ্যাগাবন্ড গোমড়া মুখো
হাজার তরুনের মুখে ফোটে হাসি ,
আমরা এখন ও সুচিত্রা তোমার
অভিনয় কেই ভালোবাসি ,ভালোবাসি।


তোমার এক চিলতে হাসির ঝলকানিতে
পরিতৃপ্ত আমার  সমস্ত মন -প্রাণ ,
নব্য আধুনিকা সস্তার রম্ভা দের ভিড়েও
মহানায়িকা কমেনি তোমার প্রতি টান।


চির চঞ্চল বালিকা তুমি ,কখন ও লাস্যময়ী
নাকি এসব আমার মনের ভুল ,
আমার অন্তরে তুমি তো সোদা হাস্যময়ী
চিরকাল  বাঙালি তোমাতেই মশগুল।


চাওয়া পাওয়া , সপ্তপদী না হারানো সুর
কাকে দেখি কাকে বা যে ছাড়ি ,
নাকি ইন্দিরা তে থামতে হবে এবার
হিন্দিতে ও তো তুমি দিয়েছিলে পাড়ি।


আঁধি , দেবদাস দেখব নাকি বম্বাইকা বাবু
ভাবতে গিয়ে যে  পাগল হলাম আমি
ফিরলাম বাংলায় সেকেলে টিভির সামনে  
সাড়ে চুয়াত্তর দেখেই তবে দেখব ,উত্তর -ফাল্গুনী।


কমললতা ,বিপাশা , শিল্পী নাকি পথে হলো দেরী
অগ্নিপরীক্ষা , সাপমোচন , নাকি সুধু  সপ্তপদী ,
মহানায়িকা তোমারে  জানাই শ্রসদ্ধ প্রনাম  
মনের বাসনা হত মোর পূরণ দেখতে পেতাম যদি।