আমার পাশের বাড়ি মৃনাল বাবুর
লোকটা বেশ নাক উচু ,
জীবনে নাকি করেনি কোনদিন
কারোর কাছে মাথানিচু।


একদিন এই মৃনাল বাবুর
মাথা টা গেল বিগড়ে ,
এই গরমে এই পৃথিবীতে
বাঁচবে মানুষ কি করে ?


পাড়ার মোড়ে রিক্সা করে
ঠাকুর বেচে  অসীম ,
মহাদেব কে আনলো কিনে
মাথায় চিন্তা অপরিসীম।


কি ভেবে যে মৃনাল বাবু
বসলেন সেদিন ধ্যানে ,
আমার মত তুচ্ছ মানুষ
বুঝব তা কোন জ্ঞানে।


হঠাত  পাড়ায় উঠলো রব
অমর মৃনাল বাবু ,
এমন জব্বর সাধনাতে
শিব হয়েছে কাবু।


একদিন পাখির ডানায় চড়ে
বাবু গেলেন উড়ে ,
পৃথিবী ছেড়ে আকাশ পেরিয়ে
আরো অনেক দুরে।

মানুষ ছাড়া একা একা
বাঁচা কি আর যায় ,
মৃনাল পড়ল মহা বিপদে
কি করে সে উপায়।


গরম শীত বর্ষা কিছুই
জোটে না তার কপালে ,
মহাকাশে ঘুরছে সে একা
সন্ধ্যা দুপুর সকালে।


দিব্বি ছিলেন সবার মাঝে
কেন যে ভূত চেপেছিল ,
এর থেকে তো সেখানে
মরা অনেক ভালো ছিল।


ছিলেন যখন পৃথিবীতে
বোঝেনি তার মর্ম ,
অন্ধু না হলে চোখ কে বোঝা
মানুষের নয় ধম্ম।