ভাতে আর মাছে বেড়ে ওঠা ,চির চেনা
পেট মোটা বাঙালি কি চাও আর ,
গরমের হাত থেকে বাচাতে তোমায়
নববর্ষ দিচ্ছে পান্তা -ভাত উপহার।


মনে মনে ভেবেছিলে করতে উদযাপন
খাবে একটু ঠান্ডা চিল  বিয়ার ,
ওটা তুমি পরে ও পাবে বন্ধু আমার
এখন খাও পহেলা বৈশাখের আহার।


মনে করে ছোটবেলার স্মৃতি গুলো
ছায়ায় গিয়ে বস একটু আম গাছের তলে ,
হাতে নিও একটু লবন আর একটা ব্লেড
এগুলো যেন যেও না বন্ধু  ভুলে।


মায়ের তৈরী আমের সরবত এর যে কি স্বাদ
এই গরমে ও একটু শান্তি পাবে মনে ,
সব কিছু ভুলে গিয়ে আজ করব হই হুল্লোর
ক্ষতি কি বয়স ভুলে ছোট হলে এই ক্ষণে।


বন্ধু বান্ধব আত্মীয় স্বজন উঠুক ভরে বাড়ি
একটি দিনের জন্য সব কিছু হোক বন্ধ ,
কাল যে আসছে বঙ্গের পয়লা বৈশাখ  
ছোট থেকে বুড়ো  সবার মনে কি আনন্দ।


কত কিছু খাবার দাবার ভাত মাছ আর দই
থাকবে সাথে নানান রকম মন্ডা - মিঠাই ,
ছোট রা আমার আশীষ নিও বড়রা প্রনাম
সকল কে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই।