দুরন্ত এক্সপ্রেসের মত ছুটে চলা জীবন আমার
অবিরাম গতিতে ছুটে চলছে ,সময় নেই থামার
পিছনে এসেছি ফেলে কত শত ছায়া পথ
সামনে এগিয়ে নিয়ে যেতে জীবনের জয় রথ ।


হাজার হাজার স্মৃতি পথ এসেছি পিছনে ফেলে
মায়ের মমতা , বাবার ভালোবাসা , ভাইয়ের স্নেহ
সে সব পুরানো হয়েছে ,আমি ও গিয়েছি ভুলে
সেদিন আমি সব ভুলেছি যেদিন ভাগ্য গেছে খুলে ।


দামি দামি আসবাব ভরা চকচকে আমার ঘর খানি
সূর্য এখন ভয় পায় আমার ঘরে আসতে ,তা আমি জানি
দামি দামি ঝাড় বাতিতে ওঠে যে আলোর ঝলকানি
চাঁদের আলো এখানে মূল্য হীন , তা ও আমি জানি ।


যন্ত্র সভ্যতার মেকি জীবন করেছে আমায় গ্রাস
মায়া ,মমতা এখানে থাকতে পারেনা , অস্বস্তি শুধুই
সঙ্গী আমার , আমি তো এমন জীবন চাই নি কখনো
তাহলে কেন করলাম আমি আমার জীবন সর্বনাশ ।


টাকা আর টাকা এরা ই শুধু আজকে আমার সঙ্গী
ধূসর পাণ্ডুলিপি হাতে নিয়ে ছুটে চলেছি আমি একা
পাওয়া হল না জীবনে কিছুই , পেরিয়ে গেলাম সময়
সব থেকে দূরে আমি জীবনের রঙ হল না তো দেখা ।