আমার হৃদপিন্ড টা দু ভাগ করে দাও
দুটি টুকরো আলাদা করে রেখো ভগবান !
না হলে হয়ত খারাপে ভরে উঠবে পুরোটা
আস্তে আস্তে গিলে খাবে আমায় শয়তান ।


সিগারেটের ধোঁয়া র মত কুরে কুরে খাবে
বিষে বিষে জর্জরিত হবে আমার সমস্ত প্রাণ ,
দেহ টা অবশ হয়ে আসছে আমার ,
দম বন্ধ হয়ে আসছে আমার , বন্ধ মন প্রাণ ।


বিষে বিষে পূর্ন হয়ে উঠেছে আজ সুন্দর পৃথিবী
মানুষ আজ মেতেছে দেখ দিতে সুখটান
মদ আর সিগারেটের ধোঁয়া য় মগ্ন সবাই
ধুঁকে ধুঁকে মরছে মানুষ তবু ও দিচ্ছে সুখটান ।


এ কোন পৃথিবী তৈরি হয়েছে আজ , চারিদিকে
শুধু বিষ আর বিষ , শুধু নাগ নাগিনীর বিষ ,
মানুষ গুলো মরবে তবু ও ছাড়বে না কখনো
মুখের থেকে এই টুকরো টুকরো বিষের শিস ।


ওষুধ জানা নেই জেনেও মানুষ আজ ও নিজেকে
হারিয়ে ফেলছে কোন সুদূরের পথপানে ,
নিজেকে মৃত্যুর কোলে ঠেলতে মানুষ বিষ খায়
কেন ? কোন সুখে তা বোধ হয় ভগবান জানে ?