৮ ই বৈশাখ সকালের সূর্য
পুবে আকাশ রাঙা হবার আগে ,
মধ্য রাতে জন্ম নিলাম আমি
এই ধরিত্রীর অগ্রভাগে ।


কোন এক ভালো মানুষ তখন
বিদায় নিল এই পৃথিবি থেকে,
নতুন রূপে আবার জন্ম নিল সে
আশ্রয় পেল আমার মায়ের বুকে ।


আন্দোলন , আর অশান্তির মাঝে
জন্ম নিলাম আমি সেই মধ্যরাতে ,
বিপ্লব নাম রাখলো আমার , বলল
এই পৃথিবীর দুঃখ যত সব ঘোচাতে ।


লম্বা চওড়া সুঠাম দেহ , নাকটা টিকালো
মাথায় ঝাঁকড়া একরাশ কালো চুল ,
কোন দিন অন্যায় কে করিনি ক্ষমা
দোষীর শাস্তি দিতে হয় না ভুল ।


এই বাংলায় জন্ম আমার , মাগো
তোমায় আমি ভালোবাসি
এই বিপলবের জন্ম হয়েছে মা
তোমার মুখে ফোটাতে হাসি ।


সবার সাথে মিলেমিশে চলি আমি
সব প্রাণী কে ভালোবাসি
শুধু তাই নয় আরও বাকি আছে
আমি প্রকৃতি ভালোবাসি ।


আজ এই ২১ শে এপ্রিল তারিখে
আমার জন্ম দিন ,
বিপ্লব নাম সার্থক করতে মাতা
মিটাব আমি তোমার শত ঋণ ।


ছোট আমি ক্ষুদ্র আমি মানুষ হয়ত বা
কিন্তু আমি ও হতে পারি বারুদ স্তুপ ,
এই পৃথিবী করতে সবার বাসযোগ্য
জ্বালিয়ে দেব সকল নিভিয়ে রাখা ধুপ ।


আমি বিপ্লব , আমি রিভলিউশন
আমি দমন করবো যুগের সব কালো
এই পৃথিবীতে রব না আমি চিরকাল
কিন্তু পৃথিবীতে জ্বালিয়ে যাব আলো ।


আজ আমার জন্ম দিনে সকলে দিন আশীষ
সবাই আমায় করুন আশীর্বাদ
নামটা যেন আমার সফল হয় , বিপ্লব যেন
আমার মন থেকে কখন ও না হয় বাদ ।