একরাশ শুকনো ফুল
উড়ে গেল ঝড়ে,
একরাশ শুকনো পাতা
এই গেল পড়ে।


এই গরমে পাখির ছানা
বাঁচবে কি করে ,
চাতক টা আকাশ পানে
চেয়ে চেয়ে ই মরে।


কুকুর টা ধুকছে  বসে
গা পুড়ছে  জ্বরে ,
আসলে এত জ্বর নয়কো
হাফাচ্ছে গরমের তোড়ে।


ক্লান্ত শ্রান্ত পথিক টা  আর
পারছে না আর যেতে ,
পা দুটো তে পড়েছে  ফোস্কা
এই গরমের দাবদাহেতে।


সবাই এখন মরণ পন্ন
চাইছে একটু জল ,
সব অভিমান ভুলে বৃষ্টি
আসবি কবে বল।


অনেক হয়েছে এবার রুদ্র
কমাও তোমার তেজ ,
নইলে সবই  সাঙ্গ হল
সব বুঝি হল শেষ।