এক গাদা করুন দীর্ঘ শ্বাসের ভিড়ে
চলে গেলে তুমি প্রাণ পাখি উড়ে ,
বন্ধ হয়েছে হৃদ স্পন্দন আমার
শুয়ে আছি আমি লাশ কাটা ঘরে।


এতদিনের  শিক্ষা দীক্ষা যত অহংকার
এই ক্ষণে সব হল ভেঙ্গে চুরমার ,
সুন্দর শরীরে আমার এখন কীটের বাস
কত শত স্বপ্ন ছিল ,পূরণ হল না আর।


জীবন শত চেষ্টা করেও মচকাতে পারেনি
এক মুহুর্তে মৃত্যু সব ভেঙ্গে দিলে ,
সকলের আদরে বাগানে সাজানো ফুল
মৃত্যু ! একি অনাদরে তুমি ছিড়ে নিলে।


আমি কার ? সারাটা জীবনের অসফলতার
নাকি এক মুহুর্তের অসীম শক্তি ধর মৃত্যুর ,
নাকি পুরো টা সাজানো নাটক রঙ্গ মঞ্চের
এই সুবিশাল পৃথিবীর মায়া নাট্যশালার।