সারা টি দিন এই গরমে কষ্টের পরে
হাত দিয়ে যখন অঝোর ধারায় ঘাম ঝরে ,
রাতের বেলায় হাতে লাগা তোমার বুকের ঘন্ধ
আমার হাতের তালুর থেকে যায় সে দুরে সরে সরে।

চাঁদনী আমার প্রিয় চাঁদনী , প্রানের প্রিয়া চাঁদনী
কখন ও তুমি কোরো নাকো অভিমান আমার পরে ,
সূর্য হয়ত ভালবাসে তোমায় , আমার থেকে ও বেশি
তাইত আমার হাত থেকে তোমার গন্ধ নিলো কেড়ে।


আজ রাতে না হয় আমায় ছেড়ে সূর্যের পাশে থাক
সারা টা রাত তার পাশে শুয়ে তার বুকে বিলি কাটো ,
সূর্যের ক্রোধ ক্ষান্ত করে , বাচাও আগে  পৃথিবী কে
তার পর না হয় জোত্স্না মেখে আমার পাশেই  থেকো।


চাঁদনী আমার প্রিয়া চাঁদনী ,প্রাণ প্রিয়া চাঁদনী
তুমি তো আমায় সারাটা রাত অনেক আদর কর ,
আমায় যদি না চাও আগুনে পুড়িয়ে মারতে
আজ রাতেই তাহলে তুমি সূর্যের তেজ স্খলন কর।