ফুল ফোটেনি আজ , হয়ত বা
ভয় পেয়ে গেছে আজ সন্ধায়
সাঁঝ বাতি টা  জ্বলেনি আজ ও
গৃহস্তের আঙিনায় ,তুলসী তলায়।


যে আলোর রঙ মেখে গায়ে
ফুটতো  নয়ন তারা ঝাকে ঝাকে ,
আজ তারা অশরীরি হয়ে গেছে
হারিয়ে গেছে কোন সে পথের বাঁকে।


গৃহবধুর হাতে সময় কোথায়
প্রদীপ জ্বালাবে সে তুলসী তলায়
মূল্যবান সময় কাটে তার এখন
কোনো স্টেজে মেতে বক্তৃতায়।


কয়েক দিন পরেই তো ভোট
কি হবে তুলসী র পূজা করে
ভুল বুঝে বোকা মানুষ দিলে ভোট
উঠবে গৃহবধুর আঁচল ভরে।


রীতি নীতি পরে হবে ভাই
এখন কামিয়ে নিচ্ছি কিছু টাকা
কিছু টা দিলে দেবতা কে ছুড়ে
ও তো এমনি ই দেবে দেখা।


স্বামী সন্তান আর আত্মীয় পরিজন
সবাই মিলে থাকবো ভালোভাবে
সহজ সরল বোকা নয়ন তারা
তোমায় এই কথাটা কে বোঝাবে ?


ফুটতে না চাও জোর করব না
আর কিছু দিন সবুর কর
ভোটে জিতে আনলে টাকা তারপর
না আমার আঙিনা তুমি ভর।


আসলে তুমি ভয় পাচ্ছ নয়নতারা
রক্ত দেখতে তুমি অভ্যস্ত নও তাই
এই জন্য তুমি সাদা থেকে গেলে
কিন্তু রক্ত ছাড়া বাচার উপায় নাই।