ব্যর্থ প্রেম খুঁজে ফিরি
পাই হাহাকার
কেউ পারবে কি বলতে
সে সাকার না নিরাকার।


লেখক লিখছে কত কথা
কবি ও লিখেছে কবিতায়
তবে কি প্রেম বদ্ধ আছে
চুম্বন রত ওই ছবিটায়।


মিলবে সে কি অন্য কোথাও
মিলবে আকাশে বাতাসে
মিথ্যা প্রেম খুঁজি কেন
কি পাবার ই আশে ?


মনের কোনে জমলে মেঘ
করতে হবে প্রেম
দেহের টান না মনের ক্ষুধা
নাকি শুধুই গেম।


অনাবিল এক আনন্দ ধারা
সাথে কিছু কষ্ট
ব্যর্থ কিছু চিন্তায় ডুবে
সময় টুকুই নষ্ট।


নাকি আরো কিছু আছে
অন্য রকম গেম
হয়ত আমার জানা নেই
একেই বলে প্রেম।