জীবনের সেই সুর ছেড়া চরম মুহুর্তে
বিদেশিনী তুমি ছেড়েছ যে আমায়,
কেটে গেছে গিটারের  সেই তারগুলো
ভুলে গেছি সব  সুর তাল লয়।


অবিরাম চলেছে ঘুরে জীবনের চাকা
জীবন বইছে অবিরাম স্রোতের টানে ,
খড় কুটো ভেসে গেছে অনেকদিন আগে
আমি ভাসবো কবে কে জানে ?


আসে না খেতে টিয়া বাগানে লাল লঙ্কা
ময়না কথা কয়না আর ,
ফুলের দল মুখ লুকিয়েছে মাটির ভিতর
প্রকিতি হারিয়েছে তার বাহার।


সবাই হয়েছে আজ আমার দুখের সাথী
বিদেশিনী শুধু তুমি ছাড়া ,
যতই সবাই পাশে থাক না আমার
হচ্ছি আমি যে দিশা হারা।


কালের অমোঘ নিয়মে তুমি আর আমি
একদিন যাবই পৃথিবী থেকে হারিয়ে ,
একবার বিদেশিনী এস মোর পাশে
তোমার সব অহংকার পায়ে মাড়িয়ে।