তোকে যে আমার খুব ভালো লাগত
এমন টা নয় ,কিন্তু
তবুও তোর সাথে ঘুরতাম, খেলতাম
আর সারাদিন তোর সাথে লড়তাম।
সে এক আলাদা অনুভূতি ,বুঝলি
তোকে আমি ঠিক বোঝাতে পারবনা।


আসলে কি হয় জানিস সারাদিন একসাথে
থাকতে থাকতে দুটো অচেনা মন ,
কখন যেন চেনা হয়ে যায়।
দুটো অদেখা মন ,একসাথে মিশে হয় একাকার।
তখন ঠিক বুঝিনি ,হয়ত খানিক টা ইচ্ছা করে ,
আর কিছু টা ঝগড়া করার ছলে ,


সময়ের সাথে সাথে বেড়ে উঠলাম দুজনেই
নিত্য মারামারি আর ঝগড়ার তালে তালে
তারপর দু জনেই হারালাম দুই পথের বাঁকে
খেয়াল করা হয়নি থেকেছি বে খেয়ালে।
আজ ও মনে পড়ে সেই বৈশাখের ঝড়ে
দুজনের আম কাড়াকাড়ি , মনে পড়ে ?


এখন বুঝি বলিস সে সব ছেলেকে বসিয়ে কোলে
সেই রূপকথার গল্প , কিভাবে গেলি চলে
আমায় ছেড়ে তুই ,করলি শুধুই আড়ি ,
আমায় সাজা দিতে তোর বিয়ে ও হলো তাড়াতাড়ি।
ভাঙ্গা চৌকাঠে ,ভাঙ্গা মন আজ আপন মনে ভাবি
সেই ছেলেবেলা যে গেছে চলে ,অনেক দিন আগে
তর কাছে  তা আর কখন ও করতে পারব না দাবি  ?