পান্তা ভাতে         কালিতে দোয়াতে
    কাটছে আমার সারাক্ষণ ,
হাটছি আমি          এদিক ওদিক
   খুঁজছে তোমায় অবুঝ মন।


ছোট্ট ঘরে               চায়ের ভাড়ে
      কাটছে না সময় আর ,
নিকোনো উঠানে       তুলসী তলায়
     বসেছে মেলা নয়নতারার।


হাটছি আমি            এদিক ওদিক
        খুঁজছি শুধু তোমায় ,
রাত্রি বেলায়         আকাশ পানে
    কখন ও বা ভরা জোত্স্নায়।


পোষা কুকুর            মেঠো ইঁদুর
       খুঁজছে শুধু তোমায় ,
ভাঙ্গা ঘরে              একলা দুপরে
   এ ভাবে কি বাঁচা যায়।  


বেল ফুল             তোমার খোঁপার চুল
      সবই গেছে  হারিয়ে  ,
তোমায় ছাড়া               দিশাহারা
        একলা আমি দাঁড়িয়ে।


আকাশ বাতাস        মাঠের ঘাস
     সবাই আমায় দেয় আশ্বাস ,
বর্ষা  এলে                 এলো চুলে
      ফিরবে তোমার নিশ্বাস।


তাইত আমি           ভাঙ্গা মনে  
        দাঁড়িয়ে থাকি রোদ্দুরে ,
ভাঙছে  আকাশ       ডুবলো ডোবা
তাও তো তুমি এলেনা ফিরে ?