বাবার হাত ধরে শিখেছি হাঁটতে
শান্তিতে ঘুমিয়েছি মায়ের কোলে ,
দুঃখ কষ্ট সয়েছে বাবা মা
থেকেছি আমি বট গাছের তলে।


রাত শেষের সকালের শুরুতে
এসেছি মাতৃগর্ভ ছেড়ে ,
দেখেছি আমি এই রঙিন দুনিয়া
সবই বাবার হাত ধরে।


এখন আমি বারো হয়েছি
থাকি অনেক দুরে ,
বাবা মা আমার সাথেই আছে
চিরকাল থাকবে মন জুড়ে।


বাবা মা কে স্মরণ করতে
খুঁজতে হয়না বিশেষ দিন ,
যার জন্যই আজ আমি হয়েছি
ভুলি কি করে তাদের ঋণ।


সারাটাদিন বেকার খেটে
বাবা ফিরলে ঘরে ,
বসিয়ে কোলে গল্প শোনাত
কত না আদর করে।


রাজা রানী রাজকন্যা আরো যে
কত ভুতের গল্প ,
আজকের আমি , আমিতে হতে
তার অবদান নয় অল্প।


ভাত নেই ঘরে রাতের বেলায়
গেলাসে নিয়ে চা ,
বলতেন মা কান্না লুকিয়ে
চালভাজা টুকু খা।


আজকের আমার সব ই আছে
নেই পাশে বাবা মা ,
হাতে নিয়ে টাকা ,কাটে না দিন
বুকে চেপে আসে কান্না।