ছোট্ট শিশু ঘুমের ঘোরে
কাঁদছি তোমার কোলে ,
কে বকেছে আমার সোনাকে
ঘুম পাড়াতে এই বলে।


মিথ্যা করেই বকে দিতে
ওই চাঁদ মামা টাকে ,
না ঘুমালে নিয়ে যাবে
ঘরের পিছনে যে থাকে।


ভুতের ভয়ে জবুথবু
কাপছি আমি ভয়ে ,
গায়ের ওপর আলতো পরশ
পাশে তুমি আছ শুয়ে।


বাবার পিঠে দাপাদাপি
চাইনা কিছু খেতে ,
বলতে রাজকুমারের গল্প
থাকে সে ভিন দেশেতে।


এমনি করে বড় হলাম
গেলাম পাঠ শালাতে ,
অ আ ক খ শিখছি আমি
ব্যাগ টা তোমার হাতে।


তার পরে মা আরো বড়
হলো তোমার সোনা ,
বাইরে গেলো একা একা
তুমি তা দেখতে না।


ভাবতে খোকা হবে আমার
নাম করা কোন জন ,
সেই আশাতে দিলে সবই
তোমার মায়ের মন।


আজকে আমি হয়েছি বড়
রয়েছে সবাই আমার পিছে ,
আমি কেবল মা থেকে গেছি
তোমার থেকে নীচে।


আমার গর্বে তোমার গর্ব
সবাই কে তাই বল ,
আমার সবই মা তোমায় দিলাম
রানীর মত চলো।


রাখব তোমায় রাজপ্রাসাদে
থাকবে রানী হয়ে ,
তোমার সকল ইচ্ছা গুলো
পুরাব সেবক হয়ে।