লোড শেডিং টা আর একটু থাক কলকাতার বুক জুড়ে -
সেই ফাকে চাঁদ তুমি যেও আমার বাড়িটা ঘুরে ,
বন্ধু থাক পাখাটা ,ক্লান্ত  এখন  সারাদিন ঘুরে ঘুরে ,
জানলা দিয়েছি খুলে দখিনা বাতাস এস আমার ঘরে।  
ঘটাং ঘটাং করে পথ চলা পুরানো কলকাতার সেই ট্রাম
ধুকছে ,ক্লান্ত পরিশ্রান্ত ও পারছে না পথ চলতে ,তবু চলছে
ওকে হয়ত এবার মুক্তি দেওয়া দরকার , ওহে কলকাতাবাসী
রাস্তার ধারে দাড়িয়ে থাকা স্ট্রিট লাইট গুলো এই কথা বলছে।
হেরিটেজ তকমা পাওয়া বাড়ি গুলো বুকে নিয়ে অতীতের স্মৃতি
ভিক্টোরিয়ার সেই পাথরের মূর্তি যেন কত কথা বলে
বদলেছে কলকাতা , হয়ে গেছে নতুন সবকিছু , তবু কেন ?
সব কিছু পুরানো কে বুকে নিয়ে আজ পথ চলে ?