সবুজ ঘাসপাতা
    নরম মাটির
     সোদাগন্ধ
সব কিছুই এসেছি ছাড়িয়ে।
   বাইপাস ছুটছে
   সামনের দিকে
     উচাটন মন
গেছে শহরের বুকে হারিয়ে।
    খাল বিল পুকুর
    হয়েছে অতীত
     বড়মাছ গুলো
ছোটো হয়েছে গিয়ে আকয়ারিয়ামে।
     প্রকিতির সেই
     মুক্ত বাতাস
   এসব ই অতীত
আজ  শরীর গড়ছি ব্যায়ামে।
    খোলা হাওয়া
    কিশলয়
    রঙিন ফুল
রয়েছে এসব ই পার্কে।
     বাস ট্রাম
     ঘরর ঘরর
     চারিদিকেই
পরিবেশ ঢাকা ডার্ক এ।
    এভাবেই গ্রাম
    হয়েছে শহর
    বদলেছে রূপ
শহর তলি নামে নিয়েছে চেহারা।
    আদিম ছিলাম
    বর্বর হয়েছি
   সভ্যতার চাপে
সকলেই আজ  হয়েছে দিশাহারা।