বৃষ্টি গড়াচ্ছে মুষলধারায়
আকাশ ফাটছে বুম! বুম! বুম !
কাঁচা আম লুটিয়ে মাটিতে
লেগেছে আম কুড়াবার ধুম।


গরম আজ নিয়েছে ছুটি
স্নান করেছে আজ পৃথিবী,
ভিজে মাটির সোঁদা গন্ধ
হয়েছে নতুন এক সৃষ্টি।


বৃষ্টি জড়িয়ে রয়েছে মাটিকে
মায়া ভরা অদ্ভুদ এক দৃশ্য ,
ময়ুর ময়ুরী মত্ত আনন্দে
ভেক ও হয়েছে তার শিষ্য।


আকাশে বাতাসে আনন্দ আজ
এসেছে যে কালবৈশাখী ,
প্রিয় বিহনে , বিষন্ন মনে
ঘরে প্রিয়া একাকী।


ময়ুর ময়ুরী  আনন্দে মত্ত
গুমরে কাদে বিরহী প্রিয়া ,
কখন প্রিয় আসবে কাছে
জুড়াবে তার তপ্ত এ হিয়া।


কিশলয় আজ দিচ্ছে উকি
বৃষ্টি কে দিচ্ছে টা টা ,
এই গরমে পারা যায়না আর
জুড়িয়ে দিল বৃষ্টি গা টা।


মেঠ পথে চলেছে  ছুটে
গ্রামের মেঠ ইদুর ,
বাসায় তাকে ফিরতে হবে
যেতে হবে আর কতদূর।


হাসছে কেউ কাঁদছে কেউ
এসেছে আজ বৃষ্টি ,
সাজবে আবার তপ্ত গ্রাম
হবে যে নতুন সৃষ্টি।


এমন কত লুকানো মহিমা
কে দেবে বৃষ্টি তুমি ছাড়া ,
তাইত তুই এলে মোর দ্বারে
সবাই তখন ফেলে সাড়া।