তোমার আমার প্রেম সে তো রুপকথা নয়
তবু ও কেন বারে বারে তা রুপকথা হয়,
মাঝ খান থেকে চোখের জলের ই হয় জয়
ভালোবাসা, ভালোবাসা সে তো শুধু পরাজয়।


মেঘের ডানায় ভাসার স্বপ্ন , স্বপ্নই রয়ে যায়
সাগর তীরে দাড়ালেই কেন মনে আসে ভয় ,
তোমার সাথে সাত সাগর পাড়ি দেবার নয়
তাহলেই তো পুরাবে স্বপ্ন ,ভালবাসার জয়।


না না না তা কি কখন ও সম্ভবপর হয়
ভালোবাসা দাড়িয়ে থাকে মিথ্যা প্রতারনায় ,
মিথ্যা তুমি না জানলে সে প্রেম রুপকথা হয়
চারিদিকে ভালোবাসার নামেই তার জয়।


কারোর বুকে রেখেছ মাথা দেখাও তাকে স্বপ্ন
সেই তোমার জীবন মরণ তুচ্ছ তুমি আপন ও ,
তাহলেই তার সব পাবে তুমি ,হবে সে যখন নগ্ন
স্বাদটুকু  চেখে ছাড় তারে ,ভালোবাসা হোক ভগ্ন।


এটাই যদি না পার তাহলে কিসের ভালোবাসা
কোন অধিকারে তার কাছে তুমি কর প্রেম আশা,
মিথ্যা যেখানে রয়েছে সব টুকু জুড়ে , আশা -নিরাশা
সত্যি কারের ভালোবাসা সেথায় কিভাবে কর আশা।


এটা নয় আজ সত্য দাপর , নয়কো রাম রাবনের
এই যুগ আজ কলির কবলে ,সবটুকু আজ বন্যের ,
ভালোবাসা সেকি শুধু প্রতিশ্রুতি তারপর সে অন্যের
কোন সমাজে আমরা দাড়িয়ে সভ্য নাকি অরণ্যের।