সেই বছর টা ছিল ১৮০২  ফেব্রুয়ারী মাসে
জন্ম নিলে ফ্রান্সের প্যারিস, ২২ তারিখ এ
ঝড় ঝঞ্জা তুচ্ছ করে কলম তুললে হাতে
দেখালে তুমি গল্পেতে মন কেমন করে মাতে।


হান্চ ব্যাক অফ নটর ডাম নিল যে মন কেড়ে
ফরাসী মূল্যবোধ ঐতিহ্য সব ভাঙ্গলো ঝড়ে
নাইনটি- থ্রি তে তোমার লেখায় ফ্রান্স গেল উড়ে
কিমর্দ্যানের কেন তবে গিলোটিন এ ভয় করে ?


যে মানুষ চিরকাল গম্ভীর ,সে হাসতে শুরু করে
তুমি  জানো না সে রোজ 'দ্য ম্যান হু লাভস ' পড়ে
'হ্যান্স অফ আইলান্ডস ' রয়েছে মানুষের মন জুড়ে
ছোট্ট শিশুর সাদা মনে 'নেপোলিয়ন লিটিল গ্রাস করে।


জ্য ভাল্গিন এর দত্তক কন্যা ,কসেট কে রবে মনে
প্রেম বিরহ সব চুকিয়ে পড়ল গিয়ে কেন রনে
না পাওয়ার বেদনায় বিহ্বল বৃদ্ধ দাদুর মন জানে ,
'হাউ টু বি আ গ্র্যান্ড ফাদার ' সাহস যোগায় তার মনে।


তুমি না থাকলে কি এসব হত ,আসতো কে কলম হাতে
'বাই অর্ডার দ্য কিং ' কে লিখত ঘুনধরা সমাজ টা বদলাতে ,
এই তুচ্ছের সাহস কি হয় তোমার  চরণে শ্রদ্ধা জানাতে
যে টুকু বৃদ্ধি হয়েছে আমার তা তো তোমার গল্প কবিতা তে।