শয়তানেরা শতধারে , একশো এক পৃথিবী জুড়ে
এর মাঝে খুঁজবো কোথায় ,তোমার আমার প্রেম ,
দেবতা ও কি ওদের মত , নিষ্ঠুর মায়া মমতা হীন
ব্যাটাদের একটা ভুলেই আমি পৃথিবীতে এলেম।


তোমার সাথে আমার দেখা , সেই পর্বে পরিচয়
পৃথিবী কেন হয়নি দ্বিধা , পাহাড় যায়নি ক্ষয়ে ,
লাল ফুল টা শুকিয়ে যাক , বজ্র করুক কষাঘাত
শয়তানেরা বিলুপ্ত হলে ,শুধু তুমি আমি যাই রয়ে।


পাহাড় চিরে নামুক ঝরনা ,আকাশে তারার মেলা
নাগিনীর নিশ্বাসে বিষ , চারিদিকে শংখ চুড়ের জয় ,
ঘাসফুল টা মাথা লুকিয়ে,ওঠেনি আকাশে রাঙা চাঁদ
মানুষের মন জুড়ে অশান্তি , শক্তি মানের মনে ভয়।


বুদ্ধ পৃথিবী ছেড়েছে বহুদিন , শান্তির বাণী গেছে মুছে
বল প্রিয়া থাকব কোথায় ,  পৃথিবীর কোন কোনায় ,
গিনিপিগের দল ছুটছে চারিদিকে , অশনি সংকেত
সুন্দর আজ মুখ লুকিয়েছে পাহাড় চূড়ার  ঝর্ণায়।


এই পৃথিবী তে কেউ কারো নয় , লাল সবুজ হলুদের
কৃষ্ণ চূড়া গেছে ঝরে , পলাশ ফুটতে চায়না আর ,
তোমার খোপায় কি দেব আমি , দামী অলংকার
তোমার মন ভরবে , মুগ্ধতা কাছে আসবে না আমার।