ছি ! একি কথা বলছ তুমি
তুমি না একটা মেয়ে ,
বখাটেরা তোমায় ছিড়ে খেয়েছে
বলছ তুমি তা চেঁচিয়ে।


জানো না এটা সভ্য সমাজ
পুরুষের দ্বারা তৈরী ,
কেউ ছুলে কি জাত চলে যাবে
কে এমন তুমি গৌরী।


চিনচিনে ব্যথা কমে যাবে তোমার
ঘরেতে থাক না শুয়ে ,
কি লাভ হয়েছে কার কোনদিন
অন্যায়ের কাছে ন্যায় চেয়ে।


তোমায় দেখে হাসবে সবাই
বলবে দেখ এ হয়েছে রেপ ,
কিছু লাভ তাতে হবে না তোমার
বাড়বে গসিপ গড়ার পদক্ষেপ।


কি আসে যায় আমাদের তাতে
হাসছি মোরা হা হা হি হি ,
পেলব  শরীরে কামড় খেয়েছ
এখন কুড়াও সবার ছি ছি !


যুগে যুগে নারী হতে হবে তোমায়
রম্ভা কিংবা উর্বশী,
ইন্দ্র যতদিন রবে রাজসভায়
দেবতা করবে যা খুশি।


আর যারা নারী দেবের পত্নী
তারা কেউ কিছু বলবে না ,
স্বামী তাদের ধোয়া তুলসী পাতা
তোমাকেই দেবে সবে ভর্ত্সনা।