এসেছিল কাল বৈশাখী
ভাঙ্গলো আমার ঘর ,
আকাশে ঘনালো মেঘ
সাথে নিয়ে এলো ঝড়।


বৃষ্টি নামল বন্যা হলো
উঠলো নদী ফুঁসে ,
সব কিছু রইলো ঠিক
আমার ঘর গেল ভেসে।


প্রকৃতি নয় মনে আমার
হঠাত ধরল ভাঙন,
সব কিছু হয়ে ওলটপালট
ছিন্ন হলো সব বাঁধন।


বেশ তো ছিলাম সুখেই
আমি তুমি আর সে ,
তুমি গেলে সব ছেড়ে
ওকে দেখবে কে ?


বলবে তুমি হেসে হেসে
তোমার পাপ তুমি রাখ ,
তবে কেন আড়ালে তুমি
অশ্রুতে চোখ ঢাকো।  


অন্যের সাথে চলে গেলে
তুমি ছেড়ে আমার ঘর ,
আমার বোঝা আমি বইছি
ভাঙা ঘর ভাঙা সংসার।


ছিন্ন মূল যে ভাবে একাকী
নদীতে যায় ভেসে ,
সংসার স্রোতে আজ আমি
কোথায় পড়লাম যে এসে।


কষ্টের পাথর বুকেতে চেপে
বইছি পাপের বোঝা ,
ঘর ভাঙা এই সংসারে আমায়
আর কত দেবে আমায় সাজা ।