সঙ্গী আমার একাকিত্ব,সাথী আমার দুশ্চিন্তা
ভিড়ে ভরা স্বপ্নের বাজার ,  হাজার স্বপ্ন ভরা
তবুও মন শুধু খুঁজে ফেরে সুখ স্বপ্ন কোনটা ?


নিশি রাইতে আকাশেতে হাজার তারার মেলা
কালপুরুষ কে সাথে নিয়ে একলা আমার মন
হাজার দুশ্চিন্তা র সাথে তবুও করে চলে খেলা।


স্বপ্ন পরী আসে যায় আমার রাতের স্বপনে
একাকী বসে  দিন কেটে যায় আমার কেন ?
রেখেছিলাম যদি হৃদয় মাঝে তোমায় যতনে।


লাল হলুদ ওই রাম ধনুও আমার ঘরে ফিকে
কি অপরাধে অপরাধী আমি তোমা বিনা
কেন মন তোমার টানে চলে দিকে দিকে।


সাথী হারা একাকী মন, সাথে নিয়ে অশ্রুজল
আর কত করবি হাহাকার কার তরে আয়োজন
ওরে পাগল মন আমায় কবে সুখ দেখাবি বল ?