কাক ডাকা ভোর ভালো লাগে না আর
রাতের চাঁদনী রাত ও লাগে না ভালো
আমার মনে জাগায় না সুখের পরশ
শীতের সকালের মখমলে সূর্যের আলো।


ধানের শীষের সোনালী রং মনে আমার
জাগাতে পারেনা ছিটে ফোটা টুকরো আশা
কুয়াশা ভরা এই রিক্ত রাত গুলো শুধু
অবহেলিত এ প্রাণ টাতে বাড়ায় হতাশা।


নদীর পাড়ে গেলেই শুনি নদীর কবলধনী
ধবল বকের পাখায় ঘিরে নীলচে মেঘ দল
মায়াবিনীর কপট মায়ায় পুড়ালাম স্বপ্ন টুকু
হারিয়ে ফেলা আশা টুকু কোথায় পাব বল ?