সেদিনের সেই অন্ধকার ভেদ করে উঠে আশা
প্যান্ডোরার জাদুবক্স থেকে বেরিয়ে আসা
একরাশ বিষাক্ত পোকা মাকড়ের দল
আজ গ্রাস করেছে গোটা বিশ্ব নিজের ছোবলে
ছড়িয়েছে শিরা হতে উপশিরা , প্রতি রন্ধ্রে
একি ইভের সেই বিষাক্ত আপেল খাওয়ার ফল।


রক্তের দাগে রাঙায়িত চারিদিক , পিচ্ছিল পথঘাট
জেল জরিমানা ভয় নেই তাদের , সন্ত্রাসে মত্ত
হাজার পিপীলিকা দাঁড়িয়ে সামনে রাখা নল
সুন্দর পৃথিবী আজ কার ভয়ে ভীত , কে সে ?
শয়তানের বাসা বুকে নিয়ে অস্ত্র বলে বলীয়ান
কোন মহাশয়তান তোকে আলো দেখাবে বল ?


মহাকাশ থেকে খসে  পড়া টুকরো ধূমকেতু
শেষ ত্বেজ টুকু হারালে সে তো হবে ক্ষয়
সময়ে সবাইকে একদিন ক্ষয়ে যেতে  হয়
পাথরের বুকে দাগ রেখে যাওয়া নদীর স্রোত
পৃথিবীর বুকে বাঁচাতে এক চিলতে আশার আলো
জাগো পিপীলিকার দল ভেঙে নলের ভয়।  


কার ভয়ে ভীত হয়ে ছাড়ছো আপন ঘরবাড়ি
বন্দুক ধারী কয়েকজন নাকি আশা ছেড়ে
পালাতে পালাতে শেষ হবে এই পৃথিবীর জমি
তার চেয়ে খুঁজে দেখ তাকে আছে কোথায় লুকায়ে ?
অন্ধকার ঘুচাতে বজ্র হানবে সে বাঁচাবে তোমায়
খোঁজ তাকে ,কার ভয়ে ভীত, কোথায় পালাচ্ছ তুমি ?