দূরত্ব টাই ভালো ছিল
হঠাৎ কাছে আসতে হলো
হলাম আমি পর ,
প্রতিটা সম্পর্ক ই কি টিকে থাকে
ভিত্তি করে ভালোবাসার ওপর।


প্রথমে ছিল মনের মিল
দুজনের মন আদান প্রদান
তোমার কোথায় মিললো শরীর ,
কাছে তবু বাড়ে দূরত্ব রোজ
নাও না কেন আমার কোনো খবর?


নতুন কোনো বন্ধু এসেছে
হাত ধরেছে সে তোমার
সে মিটাবে ক্ষুধা তোমার দেহের ,
তারপর সে ও পুরানো হবে তো
আবার বুঝি জায়গা হবে নতুনের।


শরীর টুকু সম্বল করে কতদিন
মানুষ বাঁচে বলো ,তুমি ও
এভাবে বাঁচবে কতদিন ?
একদিন হারাবে রং তোমার যৌবন
ধূসরতা ঢাকতে খুঁজবে কোথায় রঙিন।


আমার ভালোবাসা অন্ধ হয়তো
তোমার কাছে , এভাবে কতদিন
আমি যদি না থাকি তোমার হয়ে ?
আজ আছি কাল থাকবো কিন্তু পরশু
খুঁজবে আমায় স্মৃতির কাঁটা বুকে বয়ে।


সেদিন তুমি বড়ই একা
হয়তো বা আমি ও
দুজনে হয়তো দু রাস্তায়
আর কিভাবে ফিরাবো তোমার বিশ্বাস
এক টুকরো  ভালোবাসা পেতে ,হায় !